পূর্ব জেরুসালেমের উত্তর প্রান্তে পশ্চিম তীরের সীমানায় অবস্থিত কাফর আকাবে আমর আল-মারবু (১৮) এবং সামি মাশাইখ (১৬) নামে দুই ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা।
শুক্রবার (২১ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনি সংবাদসংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, শুক্রবার ভোরে আগ্রাসন চালিয়ে সরাসরি গুলি চালিয়ে ওই দুই ফিলিস্তিনি কিশোর গুরুতরভাবে আহত হন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির টিম তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গুলিবিদ্ধ দুই কিশোর হাসপাতালে নেওয়ার পর মারা যান।
ওয়াফা জানায়, ইসরাইলি সেনারা কাফর আকাবে ঢুকে রাস্তায় পায়ে হেঁটে টহল দেয় এবং বেশ কয়েকটি ভবনের ছাদে স্নাইপার মোতায়েন করে। এরপর তারা ফিলিস্তিনের দুই কিশোরের ওপর গুলি চালায়।
প্রসঙ্গত, গাজ্জায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনী তাদের হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ওয়াফার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে গাজ্জা যুদ্ধ শুরুর পর থেকে দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনা ও অবৈধ বসতিস্থাপনকারীদের হামলায় অন্তত ১,০৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১০ হাজার ৭০০ জন আহত হয়েছেন। একই সময়ে ২০ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটোর









