সিরিয়ায় আবারও যৌথ টহল চালিয়েছে তুরস্ক ও রাশিয়া। টানা চার সপ্তাহের বিরতির পর সিরিয়ার উত্তর সীমান্তে যৌথ টহল চালানো হয়।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মিডল ইস্ট মনিটর।
জানা যায়, দুইটি হেলিকপ্টার ও আটটি গাড়ির সমন্বয়ে সিরিয়ার উত্তর সীমান্তের জারকলি ফাওকানি, কারান, ডিকমদাশ, খোরখোরি, বোবান, গুল বেক ও কোবানীর ৪ কিলোমিটার পশ্চিমে তাল শায়ার এলাকা পর্যন্ত এ টহল চালানো হয়।
এদিকে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলেন, তুরস্ক-সিরিয়ার সীমান্ত পরিস্থিতি এখনও সংকটপূর্ণ অবস্থায় আছে।