সিরিয়া বিজয়ী নেতা আবু মুহাম্মদ আল জুলানীর বিরুদ্ধে ঘোষিত এক কোটি মার্কিন ডলারের পুরস্কার প্রত্যাহার করেছে আমেরিকা।
শুক্রবার (২০ ডিসেম্বর) দামেস্কে সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার পর এই ঘোষণা দেন আমেরিকার নিকট প্রাচ্যবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ।
বারবারা লিফ জানান, আবু মুহাম্মদ আল জুলানী আলোচনার সময় প্রতিশ্রুতি দিয়েছেন, সিরিয়া থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হুমকি দূর করা হবে।
তিনি বলেন, আমাদের আলোচনার সময় আমি তাকে জানিয়েছি, আমরা তার বিরুদ্ধে ঘোষিত পুরস্কার প্রত্যাহার করছি। আমরা সিরিয়ার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক সরকারের প্রত্যাশা করি।
বৈঠকে যুক্তরাষ্ট্র তাদের নিখোঁজ নাগরিকদের বিষয়ে আলাপ-আলোচনা ফের শুরু করেছে। এদের মধ্যে ২০১২ সালে দামেস্কের কাছে নিখোঁজ হওয়া মার্কিন সাংবাদিক অস্টিন টিসের কথাও উঠে এসেছে।
উল্লেখ্য, আবু মুহাম্মদ জুলানী একসময় আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তিতে ২০১৬ সালে তিনি আল-কায়দা থেকে পৃথক হয়ে যান। তারপর তিনি ২০১৭ সালে একটি সংগঠন তৈরী করেন, যেটার নাম দেওয়া হয় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। পরবর্তীতে ২০১৮ সালে এইচটিএস’কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছিল আমেরিকা।