দেশব্যাপী মবসন্ত্রাসের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এতে অংশগ্রহণকারীরা ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ বাংলাদেশ’, ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’, ‘মবসন্ত্রাসের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আয়েশাকে পুড়িয়ে মারে, প্রশাসন কী করে’, ‘দীপুকে পুড়িয়ে মারে, প্রশাসন কী করে’- সহ নানা স্লোগান দেন।
আজ রোববার (ডিসেস্বর)
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি নির্দিষ্ট গোষ্ঠী ধর্মকে পুঁজি করে এবং ‘বট বাহিনী’ তৈরি করে নিয়মিত মবসন্ত্রাসের ইন্ধন দিয়ে যাচ্ছে। তাদের প্ররোচনায় দেশের বাইরে বসে অনলাইনে ঘৃণা ছড়ানো হচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং ছাত্রদলও গণতান্ত্রিক মানসিকতা ধারণ করে। তাই আমরা কখনো নিজের হাতে মব কালচার প্রতিহত করিনি। কারণ আমরা যদি তাদের মতো আচরণ করতাম, তাহলে অনেক ক্যাম্পাসেই কেউ থাকতে পারত না। ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েই আমরা পরিস্থিতি মোকাবিলা করেছি।
ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে ছাত্রদল সভাপতি আরো বলেন, ধর্মকে কেন্দ্র করে কে ভালো মুসলিম আর কে নয়- এই বিভাজন সৃষ্টি করা হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও সামাজিক সম্প্রীতির জন্য ভয়ংকর। এই মুহূর্তে এ ধরনের রাজনীতি বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ।











