মাদকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা উপমন্ত্রী ও শীর্ষ পুলিশ কর্মকর্তা মোল্লা মোহাম্মাদ ইব্রাহিম সদর
আফগানিস্তানের পারওয়ান প্রদেশে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেষ দেন তিনি।
বৈঠকে তিনি বলেন, “আমাদের আদেশের প্রতি কঠোরভাবে মনোযোগ দিতে হবে, নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে হবে, মাদকের তৎপরতার বিরুদ্ধে প্রচেষ্টা আরও জোরদার করতে হবে।”
তিনি বলেন, “ইউনিফর্মের প্রতি সম্মান বজায় রাখতে হবে, জাতিগত ও ভাষাগত পক্ষপাত থেকে দূরে থাকতে হবে এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।”
সূত্র: হুরিয়াত রেডিও











