বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

পবিত্র কুরআনে আগুন দেওয়ার প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ

সুইডেনের স্টকহোমে তুরষ্কের দূতাবাসের সামনে উগ্র ইসলামবিদ্বেষী নেতা রাসমুস পালুডান পবিত্র কুরআনে আগুন দিয়েছে। আর সেই প্রতিবাদে উত্তাল আঙ্কারা। সুইডিশ দূতাবাসের সামনে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ।

শনিবার (২১ জানুয়ারি) মহাগ্রণ্থ পবিত্র কুরআনে আগুন দেওয়ার প্রতিবাদে সুইডিশ দূতাবাসের সামনে বিক্ষোভ করে তুরস্কের হাজার হাজার বিক্ষুব্ধ জনতা।

ওয়েলফেয়ার পার্টির ডেপুটি চেয়ারম্যান সেলুক গিয়েভেলি বলেন, মানবাধিকার এবং মতপ্রকাশের নামে এভাবে পবিত্র কুরআনে আগুন দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ ধরনের আচরণের উদ্দেশ্য কি? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, আমরা শুরু থেকেই স্টকহোমকে সতর্ক করেছি। আমাদের বারবার আহ্বান স্বত্ত্বেও তা প্রত্যাখান করেছে সুইডেন। তাই দেশটিতে আমার সফর অপ্রয়োজন মনে করেছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ