শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

আন্তর্জাতিক স্বীকৃতি নয়, ইসলামী শরিয়া বাস্তবায়নই প্রধান লক্ষ্য: আফগান বিচারমন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিচারমন্ত্রী আব্দুল হাকিম শর’ই বলেছেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে খুশি করা নয়, বরং আমাদের মূল লক্ষ্য আফগানিস্তানের মাটিতে ইসলামী শরিয়া বাস্তবায়ন করা।”

আজ বুধবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, আফগানিস্তানে একটি কার্যকর ইসলামি ব্যবস্থাপনা বজায় রাখতে এবং পরিচালনা করতে হলে লিখিত আইন এবং বৈধ নথিপত্র অপরিহার্য। পাশাপাশি, তিনি সরকারি দপ্তরগুলোকে ইসলামি আমিরাতের সর্বোচ্চ নেতার নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান।

এর আগে, গত বছরের ডিসেম্বরে একই বক্তব্য দিয়েছিলেন আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কাবির।

তিনি বলেছিলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে খুশি করার জন্য আফগান জনগণ ২০ বছরের আত্মত্যাগ করেনি। বরং ইসলামী আইন বাস্তবায়নের জন্যই তারা দীর্ঘ সময় লড়াই করেছে।”

উল্লেখ্য, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, দাবি করে আসছে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আফগানিস্তান। তবে এ প্রসঙ্গে মাওলানা কাবির বলেন, “গত সরকারের তুলনায় বর্তমান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আরও বেশি সংযুক্ত। বর্তমানে বহু দেশের সঙ্গে আফগানিস্তানের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে।”

সূত্র: তোলো নিউজ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img