সোমবার, মে ১৯, ২০২৫

পশ্চিমতীরে আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

spot_imgspot_img

পশ্চিমতীরের নাবলুসে আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে ৯৭ জন আহত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই গোলাবারুদের আঘাত পেয়েছে। ছয়জনের অবস্থা গুরুতর বলে তালিকাভুক্ত করেছে।

মন্ত্রণালয়ের মতে, নিহতদের মধ্যে আদনান সাবে বারা (৭২), মুহাম্মাদ খালেদ আনবৌসি (২৫), তামের মিনাভি (৩৩), মুসাব ওয়াইস (২৬), হোসাম ইসলাম (২৪), মোহাম্মদ আবদুলগানি (২৩), ওয়ালিদ দাখিল (২৩) এবং আব্দুলহাদি আশকার (৬১)। নবম নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

সকাল ১০ টায় ইসরাইলী বাহিনী ডজন ডজন সাঁজোয়া যান এবং বিশেষ বাহিনী নিয়ে নাবলুসে অভিযান শুর করে। এর পরপরই ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img