মঙ্গলবার, মে ২০, ২০২৫

পাক সেনাদের হাতে ভারতের মদদপুষ্ট ৩ বেলুচ বিচ্ছিন্নতাবাদী নিহত

spot_imgspot_img

পাক সেনাদের হাতে ভারতের মদদপুষ্ট ৩ বেলুচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

সোমবার (১৯ মে) পাক আন্ত:বাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআরের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের আওয়ারান জেলার গাশকোর এলাকায় ও কেচ জেলার তুরবাত শহরে ২টি অভিযান পরিচালনা করা হয়। এতে পাক সেনাদের হাতে ভারতের মদদপুষ্ট ৩ বেলুচ বিচ্ছিন্নতাবাদী নিহত ও ২ জন আহত হয়েছে।

নিহতরা হলেন, ইউনুস, সাবরুল্লাহ ও আমজাদ। তন্মধ্যে ইউনুস গাশকোরের অভিযানকালীন পাল্টাপাল্টি সংঘর্ষে ও বাকি দু’জন তুরবাত শহরের অভিযানে নিহত হয়। তারা আইন প্রয়োগকারী সংস্থা এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার সাথে জড়িত ছিল।

এছাড়াও বলা হয়, পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। এজন্য বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের মাধ্যমে প্রক্সি যুদ্ধ শুরু করতে চাচ্ছে তারা। তবে পাক নিরাপত্তা বাহিনী তাদের প্রক্সি যুদ্ধের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ করতে সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।

সূত্র: এআরওয়াই নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img