সোমবার, মে ১৯, ২০২৫

২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জাতীয়তাবাদী যুবদল

spot_imgspot_img

৯ মাস আগে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি এবং আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করেছিল জাতীয়তাবাদী যুব দল। অবশেষে ৯ মাস পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল তারা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুব দলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন বলে জানানো হয়েছে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক বিএনপি মহাসচিব এই কমিটি অনুমোদন দিয়েছেন।

গত বছরের ২২ মে টুকুকে সভাপতি ও মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি। ওই আংশিক কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এবং ২ নম্বর যুগ্ম সম্পাদক গোলাম মওলা শাহিন।

নতুন কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি ২৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১৫ জন, সহ সাধারণ সম্পাদক ২৫ জন,সহ সাংগঠনিক সম্পাদক ২৫ জন, সদস্য ৭৫ জন ছাড়াও রয়েছে সম্পাদকীয় পদে নেতৃবৃন্দ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img