মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

আরও পাঁচ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিল হামাস

আজ ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আরও পাঁচ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আর এরই মাধ্যমে সম্পন্ন হলো হামাসের ও ইসরাইলে মধ্যে চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ের শেষ ধাপ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হামাসের হাতে জিম্মি থাকা পাঁচ ইসরাইলি মুক্তি পেয়েছে। তারা হলেন- ওমের ওয়েনকার্ট, ওমের শেম তোভ, এলিয়া কোহেন, তাল শোহাম ও আভেরা মেংগিস্তু। তবে হিসাম আল-সায়েদ নামের ষষ্ঠ জিম্মিকে পরবর্তীতে মুক্তি দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img