বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় গণহত্যা থেকে লাভবান হচ্ছে পশ্চিমা বিশ্ব: বাশার আল আসাদ

গাজ্জায় চালানো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী গণহত্যা থেকে পশ্চিমা বিশ্ব লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

তিনি বলেন, আমেরিকাসহ পুরো পশ্চিমা বিশ্ব সমরাস্ত্র সরবরাহ করার মাধ্যমে গাজ্জা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের ভয়াবহ গণহত্যা থেকে লাভবান হচ্ছে।

রাশিয়ার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন সিরিয়ার প্রেসিডেন্ট
এ সময় সাত দশকেরও বেশি সময় ধরে অবৈধ দখলদার ইসরাইলীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাতে ওয়াশিংটনের ভূমিকার কথা স্মরণ করেন আসাদ।

তিনি বলেন, আমরা যখন বলি আমেরিকা, তখন এর দ্বারা পুরো পশ্চিমা বিশ্বকেই বোঝাই। কেননা, পশ্চিমা বিশ্বকে আমেরিকাই নিয়ন্ত্রণ করে।

আসাদ বলেন, বিশ্বের যেকোনও সংঘাত থেকে আমেরিকার স্বার্থসিদ্ধি হচ্ছে। প্রথমে সে সংঘাত বাধিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ায় এবং এরপর মোক্ষম সুযোগে চূড়ান্ত আঘাত হেনে নিজের অবৈধ স্বার্থ হাসিল করে।

বাশার আল আসাদ বলেন, ‘“ডিভাইড অ্যান্ড রুল” বা “সংঘাত বাধিয়ে শাসন করো” নীতিতে চলে আমেরিকা। কিন্তু ব্ল্যাকমেইল করার এই নীতি সম্পূর্ণ অনৈতিক। মার্কিন সরকার যেকোনও সংঘাতকে ভয়ঙ্কর বিপজ্জনক মাত্রায় নিয়ে যায়। কিন্তু সেই বিপদের ভুক্তভোগী হয় সংশ্লিষ্ট দুই পক্ষ। আর আমেরিকা দূরে দাঁড়িয়ে তা উপভোগ করে।

সূত্র: প্রেসটিভি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img