বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

প্রমাণ ছাড়া আফগানিস্তানের উপর দোষ চাপানো উচিত নয় পাকিস্তানের: মুজাহিদ

spot_imgspot_img

সম্প্রতি পাকিস্তানের বালুচিস্তানে একটি স্কুল বাসে বোমা হামলার ঘটনার দ্বায় চাপানো হয়েছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের উপর। তবে ইসলামাবাদের এমন দাবি প্রত্যাখ্যান করেছে কাবুল। দেশটির মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কোন প্রমাণ ছাড়া আফগানিস্তানের উপর এমন দোষারোপ করা উচিত নয় পাকিস্তানের। সেই সঙ্গে এই হামলার সঙ্গে আফগানিস্তানের কোন সংশ্লিষ্টতা নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

বুধবার (২১ মে) হুরিয়াত রেডিও’কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “পাকিস্তানি কর্মকর্তাদের পক্ষ থেকে এমন হামলার সঙ্গে আফগানিস্তানকে যুক্ত করার যে দাবি করা হচ্ছে, ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান তা কঠোরভাবে প্রত্যাখ্যান করছে।”

মাওলানা মুজাহিদ পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন তারা যথাযথ কারণ বা প্রমাণ ছাড়া কোনো ঘটনাকে আফগানিস্তানের সঙ্গে যুক্ত না করে, এবং উল্লেখ করেন যে এই ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।

আফগান ভূখণ্ড থেকে অন্য কোন দেশের উপর কোন আক্রমণ চালানোর অনুমতি দেওয়া হবে না বলেও পাকিস্তানকে আশ্বস্ত করেছেন মুজাহিদ।

উল্লেখ্য, প্রতিনিয়ত পাকিস্তানের সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের দায়ভার আফগানিস্তানের উপর চাপিয়ে আসছে ইসলামাবাদ। এটা যেন একটি ধারাবাহিক নাটকে পরিণত হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদের এমন অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে আসছে কাবুল। পাকিস্তান সরকারকে নিজ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আফগানিস্তান।

সূত্র: হুরিয়াত রেডিও

সর্বশেষ

spot_img
spot_img
spot_img