বাংলাদেশ খেলাফত আন্দোলনের আয়োজনে ‘সংস্কার-নির্বাচন ও সুশাসন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর পুরানো পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
দলের আমীর মাওলানা আবু জাফর কাসেমীর সভাপতিত্বে এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব মুহাম্মদ আজম খান।
সভায় আরও উপস্থিত ছিলেন, নায়েবে আমীর শাইখুল হাদীস মাওলানা আবুল কাশেম কাশেমী, মহাসচিব মুফতী ফখরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতী এনায়েতুল্লাহ হাফেজ্জী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ, জাতীয় মানবতাবাদী পাটির সভাপতি ক্যাপ্টেন ইব্রাহিম খলিল, বাংলাদেশ জনকল্যাণ পাটির সভাপতি এডভোকেট মো. ওবায়দুল হক পীরজাদা, জাতীয় শক্তি চেয়ারম্যান অধ্যাপক এম এ শরিফুল ইসলাম, আলী মাকসুদ খান মামুন, সহকারী সেক্রেটারি ডা. খালেদ, নেজামী ইসলাম পাটির অর্থসচিব আব্দুল্লাহ আল মাসুদ খান, হেফাজতে ইসলামের পল্টন জোনের নায়েবে আমীর মাওলানা হাকিম আজহারুল ইসলাম নোমানী প্রমুখ।