বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানালো পাকিস্তান

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটি একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছে।

রোববার (২২ জুন) এক বিবৃতিতে এ নিন্দা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমরা ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানাই, যা ইসরাইলের ধারাবাহিক আগ্রাসনের পরপরই ঘটেছে। আমরা এই অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় গভীরভাবে উদ্বিগ্ন।

পাকিস্তান আরও জানায়, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের সব ধরনের নীতিমালার লঙ্ঘন। জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের ফলে যে নজিরবিহীন উত্তেজনা ও সহিংসতা সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। উত্তেজনার যে কোনো বাড়তি মাত্রা এই অঞ্চল ও তার বাইরেও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

পাকিস্তান সরকার সবাইকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলে, বেসামরিক জীবন ও সম্পত্তির প্রতি সম্মান দেখাতে হবে এবং অবিলম্বে সংঘাতের অবসান নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে পাকিস্তান জোর দিয়ে জানায়, এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা—যা জাতিসংঘ সনদের নীতিমালার ভিত্তিতে পরিচালিত হতে হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img