বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

মসজিদুল আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দেওয়া হবে না: ইসরাইলি প্রধানমন্ত্রী

spot_imgspot_img

ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার অনুমোতি দেওয়া হবে না।

তিনি সোমবার এ ঘোষণা দেন। এরআগে ইহুদিবাদী দেশটির কট্টরপন্থি দুই এমপিসহ চার শতাধিক ইহুদি গত রোববার জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসায় সেনা পাহারায় ঢুকে পড়ে।

ওইদিন ইহুদিদের পক্ষ নিয়ে নাফতালি বলেছিলেন, আল-আকসায় ইহুদিদেরও প্রার্থনা করার অধিকার আছে।

কিন্তু দেশটির বর্তমান জোট সরকারের আরব ইসরাইলি শরিক দল এ ব্যপারে কঠোর নিন্দা জানানোর একদিন পরই সুর পাল্টে ফেলেন নাফতালি বেনেত।

জোট সরকারের আরেক শরিক কট্টর ডানপন্থি ইয়ামিনা পার্টির নেতারা চান, ইহুদিদেরও মুসলিমদের মতো আল-আকসায় ঢুকে প্রার্থনা করার অনুমোতি দেওয়া হোক। ইসরাইলের প্রধানমন্ত্রী এই কট্টরপন্থি ইয়ামিনা পার্টিরই নেতা।

ইসরাইলি সরকারে প্রথম মুসলিম শরিক দল রাম দল এক বিবৃতিতে বলেছে, আমরা আমাদের জীবন দিয়ে হলেও আল-আকসার পবিত্রতা রক্ষা করবো।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img