বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কোনো বীরত্বগাঁথা ইতিহাস নেই: হানিফ

spot_imgspot_img

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কোনো বীরত্বগাঁথা ইতিহাস নেই। বরং ক্ষমতায় এসে দালাল আইন বাতিল করে গোলাম আজমকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে জিয়া প্রমাণ করেছেন তিনি তাদের দোসর ছিলেন।

রবিবার (২২ আগস্ট) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বঙ্গবন্ধুর অপরাধ ছিল তিনি এদেশের মানুষকে ভালবাসতেন, এদেশ নিয়ে স্বপ্ন দেখতেন। বাংলাদেশ যেন বিশ্বে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য ৭১ এর পরাজিতরাই তাকে হত্যা করেছে। আর সেই খুনিদের বিচার না করে ইন্ডেমনিটি আইন বাতিল করে তাদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান।

হানিফ আরও বলেন, খালেদা জিয়ার আমলে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img