শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

প্রবীণ ভারতীয় আলেম মাওলানা গুলজার আহমদ আজমি ইন্তেকাল করেছেন

জমিয়ত উলামায়ে হিন্দের আইনি সহায়তা কমিটির সেক্রেটারি ভারতের প্রবীণ আলেম মাওলানা গুলজার আহমদ আজমি ইন্তেকাল করেছেন।

গত রবিবার (২০ আগস্ট) মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

মাওলানা গুলজার আহমদ ১৯৩৪ সালের ১ মে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত উর্দু মিউনিসিপ্যাল স্কুলে পড়াশোনা করেন। এরপর তিনি দারুল উলুম ইসলামিয়াতে পড়েন। মূলত তখন থেকেই দাঙ্গা ও সংঘাতে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো শুরু করেন। কারাবন্দি নিরপরাধ মুসলিমদের মুক্তির জন্য মৃত্যুর আগে দীর্ঘ তিন দশক ধরে কাজ করে গেছেন তিনি।

১৯৭০ সালে ভিওয়ান্ডি ও জলগাঁও দাঙ্গার সময় ব্যাপক সামাজিক কাজ করেন। তখন তিন শতাধিক গ্রেপ্তারকৃত মুসলমানদের
পরিবারের পাশে দাঁড়ান তিনি। ১৯৯৩ সালে বিস্ফোরণ ঘটনার তদন্তের জন্য গঠিত জমিয়তের প্রতিনিধি হিসেবে আজমি শ্রীকৃষ্ণ কমিশনকে সহায়তা করেন। তদন্ত প্রতিবেদন তৈরিতে সহযোগিতার জন্য জমিয়ত তখন ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।

গুলজার আহমদ আজমির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি।

এক বিবৃতিতে মাওলানা আরশাদ মাদানি বলেন, মাওলানা গুলজার আহমদ খুবই অল্প বয়সে শায়খুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানি ও জমিয়তের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পুরো জীবন সেবা দিয়ে গেছেন।

তিনি আরো বলেছেন, বিভিন্ন ঘটনায় নির্বিচারে গ্রেপ্তার হওয়া নিরপরাধ মুসলিমদের জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। মানুষের অভিযোগ শুনতে তিনি ২৪ ঘণ্টা অফিসে কাটাতেন। তাই তার বিরুদ্ধে অনেকে বন্দিদের সহায়তার অভিযোগ আনেন।

সূত্র : সিয়াসাত ডেইলি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ