বৃহস্পতিবার | ১৬ অক্টোবর | ২০২৫

মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ তালেবান : মাওলানা আবদুল কবীর

আফগানিস্তানের সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ও বর্তমান শরণার্থী বিষয়ক মন্ত্রী মাওলানা আবদুল কবীর বলেছেন, তালেবানের নেতৃত্বাধীন সরকার মুসলিম দেশগুলোর সাথে ইতিবাচক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে।

কুয়েতের পার্লামেন্টের সাবেক সদস্য ও ব্যবসায়ীদের সাথে বৈঠককালে তিনি একথা বলেন।

মাওলানা আবদুল কবীর বলেন, আফগানিস্তানে একটি দায়িত্বশীল সরকার হিসেবে দেশের উন্নয়নের কাজ শুরু করেছে। তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া চেষ্টা করছে যেন একটি কার্যকর সরকার হিসেবে অঞ্চলজুড়ে তাদের অর্থনৈতিক কার্যক্রমকে অব্যাহত রাখতে পারে।

কুয়েতি প্রতিনিধি ড. দজীহ খলফ আল-শারি বলেন, তার আফগানিস্তান সফরের মূল উদ্দেশ্য হলো ইমারাতে ইসলামিয়ার সঙ্গে মুসলিম বিশ্বের এবং কুয়েতের সম্পর্ককে আরও মজবুত করা। তিনি উল্লেখ করেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ ও ইতিবাচক সম্পর্ক সময়ের দাবি, তাই এসব সম্পর্ককে আরও শক্তিশালী করতে কাজ করতে হবে।

তিনি আফগানিস্তানে তালেবানের বিজয়ের পর আফগান জনগণের অর্জনগুলোর প্রশংসা করেন এবং বলেন, আফগানদের উন্নয়ন ও অর্থনৈতিক বিকাশের জন্য বহু সুযোগ রয়েছে। আল-শারি আরও বলেন, মুসলিম বিশ্বের সঙ্গে ইমারাতে ইসলামিয়ার ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক স্থাপনে তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

সূত্র : আরটিএ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img