বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২আগষ্ট) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ হবে স্বৈরাচার, চাঁদাবাজ ও বৈষম্যমুক্ত। এই লক্ষ্যে সকলকে সজাগ থাকতে হবে। সরকার আসে যায় কিন্তু নীতির পরিবর্তন হয় না। তাই ইনসাফপূর্ণ দেশ গড়তে হলে ইসলামী নেজাম প্রতিষ্ঠার বিকল্প নেই। নেতৃবৃন্দ জুলাই বিপ্লবে কওমি ছাত্রসমাজের নিঃস্বার্থ ত্যাগ ও অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া, সেই সাথে কওমি সনদকে কার্যকর করতে জোর দাবি জানান।
কেন্দ্রীয় সভাপতি বিএম আমীর জিহাদীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রচার সচিব শহিদুল্লাহ শাহীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্যগঠন সচিব অলি উল্লাহ আরজু, সহ সভাপতি তারেকুল ইসলাম, সদস্য মুহিউদ্দীন খান ও আব্দুল ওয়াদুদ প্রমুখ।
সভা শেষে জুলাই অভ্যুত্থানের বীর শহীদানের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।