সোমবার | ২২ সেপ্টেম্বর | ২০২৫

কাদিয়ানিরা ইসলামের নাম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে: খতমে নবুওয়াত পরিষদ

কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের নেতারা বলেছেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে মুসলমানদের ঈমান, আকীদা ও ধর্মীয় বিশ্বাস রক্ষার দায়িত্ব সরকার ও রাষ্ট্রের। পাকিস্তানসহ বহু মুসলিম দেশে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। অথচ বাংলাদেশে তারা ইসলামের নাম ব্যবহার করে অপপ্রচার, বিভ্রান্তি ও ঈমান নষ্টের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তারা বলেন, কাদিয়ানিদের বিশ্বাস, কর্মকাণ্ড ও আকীদা ইসলামের মৌলিক বিশ্বাসের বিরুদ্ধে। তারা ‘মির্জা গোলাম আহমদ’ নামক একজন মিথ্যাবাদীকে নবী হিসেবে বিশ্বাস করে, যা সরাসরি ইসলাম ও রাসুল (সা.) এর খতমে নবুওয়তের বিরোধী।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীতে দারুল হিকমাহ মাদরাসা মিলনায়তনে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ আয়োজিত এক বৈঠকে নেতারা এসব কথা বলেন।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মুফতী মোহাম্মদ আলী, মুফতী নূর হুসাইন নূরানী, মুফতী শুয়াইব ইবরাহীম, মাওলানা উবায়দুল্লাহ্ কাসেমী, মুফতী কেফায়েতুল্লাহ আযহারী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মুফতী শফিক সাদী, মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী, মাওলানা ফয়জুল্লাহ, মুফতী আরিফুল ইসলাম ও মাওলানা আবু ইউসুফ প্রমুখ।

আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন সফল করার জন্য দেশবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানান নেতারা।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img