রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

এবার গাজ্জা সীমান্তে মিশরের সামরিক চৌকিতে হামলা করল ইসরাইল

spot_imgspot_img

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় মিশরের সামরিক সীমান্ত চৌকিতে হামলা চালায় দখলদার ইসরাইলী বাহিনী। তবে পরবর্তীতে এই হামলাকে ‘ভুলবশত’ বলে স্বীকার করে ইসরাইল।

রোববার (২২ অক্টোবর) ইসরাইলী বাহিনী এই ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছে।

ইসরাইলী বাহিনী (আইডিএফ) বলেছে, গাজ্জা সীমান্তের কাছে তাদের একটি ট্যাংক থেকে ভুলবশত মিশরীয় অবস্থানে আঘাত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা জানতে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। আইডিএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।

তবে মিশরীয় সামরিক চৌকিতে ইসরাইলী বাহিনীর ভুলবশত ছোড়া গোলার আঘাতে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি আইডিএফ।

এদিকে, রোববার মিশরের রাফাহ ক্রসিং থেকে গাজ্জার ভেতরে ১৭টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এর আগে গতকাল শনিবার যুদ্ধ শুরুর পর বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী নিয়ে গাজ্জায় ২০টি ট্রাক পৌঁছায়। তবে এসব ট্রাকে কোনও জ্বালানি নেই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার যেসব ট্রাক গাজ্জায় গেছে সেগুলোর মধ্যে অতিপ্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এদিন কোনো খাদ্য বা জ্বালানি পাঠানো হয়নি।

সূত্র: রয়টার্স

সর্বশেষ

spot_img
spot_img
spot_img