বুধবার | ২২ অক্টোবর | ২০২৫

নির্বাচন কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি

‎ভোটের দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কোনো চাপের কাছে নতি স্বীকার না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

আজ বুধবার (২২) সকালে আগারগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, আমাদের কাছে একটাই মেসেজ, কোনো প্রেসারের কাছে নতি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী অটল থাকবেন।

সিইসি বলেন, আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। নির্বাচন কমিশনও কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। সুতরাং আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিবো না। অন্যায় কোনো হুকুম দিবো না। আইন অনুযায়ী আমাদের নির্দেশ যাবে, সেই অনুযায়ী আপনারা দায়িত্ব পালন করবেন।

তিনি ‎বলেন, আপনাদের যে ধরনের কাজের দায়িত্ব পড়ুক না কেন, সেটা আইনসম্মত, নিউট্রালি, প্রফেশনালি করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের দেশের আজ যে দুরবস্থা এটার মূল কারণ হলো- আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না।

তিনি আরো বলেন, আমরা সর্বস্তরেই আইন মেনে চলবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন, নির্বাচনের মধ্যে সমন্বয় একটা বড় জিনিস, এ সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img