ইসকনের পাঠানো হুমকির চিঠির পর থেকেই নিখোঁজ রয়েছেন গাজীপুরের টঙ্গী ৪৭ নম্বর ওয়ার্ডের টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মাওলানা মুহিব্বুল্লাহ।
আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সর্বশেষ তাকে টঙ্গীর শিলমুন বাজার এলাকায় দেখা গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে মাওলানা আব্দুল্লাহ।
তিনি জানান, “আমার বাবা দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি করলেও সম্প্রতি নানা ধরনের হুমকির মুখে ছিলেন। তবে তিনি কখনো কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করেননি, জাতি বা গোষ্ঠীগত বিষয়েও কোনো মন্তব্য করেননি। এখন হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়াটা আমাদের কাছে খুবই সন্দেহজনক মনে হচ্ছে।”
তিনি আরও বলেন, “মসজিদ কমিটি বিষয়টি জানার পর থানায় জিডি করার সিদ্ধান্ত নিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।”
এর আগে, টিএনটি কলোনি মসজিদের বারান্দায় ইসকনের নামে একটি হুমকিমূলক চিঠি পাওয়া যায় বলে পরিবার জানায়। একই ধরনের আরেকটি চিঠি তাদের বাসার কাছেও পাওয়া গিয়েছিল।
চিঠিতে পাঞ্জাবি-টুপি পরা এক হুজুরের প্রতিকৃতি এঁকে, তার গলায় ছুরি ধরে লেখা ছিল, “তোদের খতিবকে ধীরে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হবে। শেষ অবধি ওকে সম্পূর্ণ একা বানিয়ে রাস্তার পাগল বানানো হবে। কারণ যোনি দেবী জগৎজয়ী কালী মাতা কাম দেবতার উপরে কেউ নেই। আজ হোক বা কাল হোক, পূর্ববাংলা ইসলামী মৌলবাদীদের মুক্ত করা হবে। আমাদের জনবলের সংকট নেই। তোদের বায়তুল মোকাররমকেও ঘুরিয়ে দেয়া হবে। এখন আর কথা নয়, আমরা অ্যাকশনে যাবো।”
-চিঠিটির তারিখ দেওয়া ছিল ১৪ সেপ্টেম্বর ২০২৫।
পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, ওই হুমকি ও নিখোঁজের ঘটনাগুলোর মধ্যে সরাসরি সম্পর্ক থাকতে পারে। মাওলানা মুহিব্বুল্লাহ সম্প্রতি ‘ইসকন ও ভাগওয়া লাভ ট্র্যাপ’ বিষয়ক বক্তব্যে অংশ নেন, যার পর থেকেই তিনি হুমকি পেতে শুরু করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মাদরাসা ছাত্রী ধর্ষণের বিচার দাবি করে আসা মাওলানা আতাউল্লাহ বিক্রমপুরীকেও ইসকন কর্তৃক হুমকি দেওয়া হয়েছিল।