রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের ভয়াবহ পরিণতির জন্য আমেরিকা দায়ী : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের ভয়াবহ পরিণতির জন্য আমেরিকাই দায়ী।

মঙ্গলবার (২১ নভেম্বর) আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকস-এর শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এই বিশেষ সম্মেলনে মস্কো থেকে ভিডিও লিংকের মাধ্যমে যোগ দেন ভ্লাদিমির পুতিন। এসময় তিনি হাজার হাজার মানুষের মৃত্যু, বেসামরিক নাগরিকদের তাদের বাড়িঘর থেকে ব্যাপকভাবে বিতাড়নসহ গাজ্জা উপত্যকায় যে মানবিক বিপর্যয় শুরু হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ভ্লাদিমির পুতিন দিরাষ্ট্রনীতির উপর জোর দিয়ে বলেন, ইসরাইল ও ফিলিস্তিনকে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সিদ্ধান্তকে নস্যাৎ করার কারণে ফিলিস্তিনিরা অবিচারের শিকার হচ্ছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ