আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দ বলেছেন, নিষেধাজ্ঞা ও অযৌক্তিক চাপ প্রয়োগের বদলে অঞ্চল ও বিশ্বের দেশগুলোকে ইমারাতে ইসলামিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক নরম করতে হবে এবং তা আরও সম্প্রসারণ করতে হবে।
তিনি বলেন, “একটি সমৃদ্ধ ও শক্তিশালী আফগানিস্তান অন্য দেশগুলোর ক্ষতি নয়; বরং তা অন্য দেশগুলোর কল্যাণ ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করে।”
তিনি বলেন, “আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ইমারাতে ইসলামিয়া সর্বাঙ্গীণ অর্থনৈতিক ও রাজনৈতিক মৌলিকতার ওপর বিশ্বাস রাখে; তবে শর্ত হলো, প্রধান প্রধান মূল্যবোধ ও মৌলিক নীতিগুলোর প্রতি পারস্পরিক সম্মান থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বৃহৎ ও দীর্ঘমেয়াদি প্রকল্পে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বা অন্যান্য ধরনের চুক্তির ভিত্তিতে বেসরকারি খাতের সঙ্গে ইমারাতে ইসলামিয়ার সম্পৃক্ততা স্পষ্ট বার্তা দেয় যে, আফগানিস্তানে দেশি ও বিদেশি বিনিয়োগের সুযোগ অনুকূল, এবং যে কেউ এই সুযোগ কাজে লাগাতে পারে।”
সূত্র : আরটিএ ও আরিয়ানা নিউজ











