ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ শহীদ ওসমান হাদির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে কক্সবাজারে এক জামায়াত কর্মী তার সদ্যজাত যমজ সন্তানের নাম রেখেছেন ‘ওসমান’ ও ‘হাদি’। এর মাধ্যমে শহীদ ওসমান হাদির স্মৃতিকে আজীবন নিজের ঘরের ভেতর ধারণ করলেন তিনি।
শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ড শাখার অর্থসম্পাদক জহুর আলম তার যমজ দুই পুত্র সন্তানের নাম রাখেন শহীদ ওসমান হাদির নামে। তিনি কক্সবাজার পৌর শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা।
রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।
তিনি বলেন, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা ও স্নেহের কর্মী জহুর আলম মহান আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে দুই ছেলে সন্তানের বাবা হয়েছেন। শিশুদের নাম রাখার দায়িত্ব আমার ওপর অর্পিত হলে মা-বাবার সম্মতিতে শহীদ ওসমান হাদির স্মরণে তাদের নামকরণ করা হয়।
তিনি জানান, যমজ শিশুদের একজনের নাম রাখা হয়েছে ‘হাসান ওসমান’ এবং অপরজনের নাম রাখা হয়েছে ‘হোসাইন হাদি’।
আমিনুল ইসলাম হাসান আরও বলেন, আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহিদ এক বীরের নামে জহুর আলমের দুই সন্তান সমাজে পরিচিত হবে- এটি আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।











