সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

সিরিয়ায় আবাসিক ভবন ধসে ১৬ জন নিহত

উত্তর সিরিয়ার আলেপ্পোর শেখ মাকসুদ পাড়ায় একটি পাঁচ তলা আবাসিক ভবন ধসে ১৬ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

গতকাল রবিবার (২২ জানুয়ারি) সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩ টায় ভবনটি ধসে পড়ে। ভবনটিতে সাতটি পরিবার বসবাস করত।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভবনটির ফাউন্ডেশনের মধ্যে পানি ঢুকে পড়ায় ভবনটি ধসে পড়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপক দল এখনও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালিয়ে যাচ্ছে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর
spot_img
spot_img

এই বিভাগের

spot_img