শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

আইএসের নতুন বিদেশী সদস্যদের পাকিস্তান প্রবেশের রিপোর্ট আফগান গোয়েন্দাদের

পাকিস্তানে চরমপন্থী আইএস বা আইএসআইএস (ISIS) খারেজীতে যোগ দিতে কয়েকজন নতুন বিদেশী সদস্যের প্রবেশ ঘটেছে মর্মে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া সরকারকে রিপোর্ট করেছেন আফগান গোয়েন্দারা।

বুধবার (২২ জানুয়ারি) আগাম সতর্ক করার পাশাপাশি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আফগান ইমারাত সরকার।

রিপোর্ট বলা হয়, এশিয়ার কিছু নির্দিষ্ট দেশ ও ইউরোপ থেকে চরমপন্থী আইএসআইএস (ISIS) খারেজীতে যোগ দিতে পাকিস্তানে কিছু নতুন বিদেশী সদস্যের আগমন ঘটেছে। সীমান্তে গোপনে নয় বরং করাচি ও ইসলামাবাদ বিমানবন্দর দিয়েই তাদের প্রবেশ ঘটেছে।

রিপোর্টে আরো বলা হয়, সামনের মাসগুলোতে বিভিন্ন অঞ্চল ও দেশে হামলা চালাতে তাদের ব্যবহার করতে পারে এই চরমপন্থী খারেজী গোষ্ঠীটি।

আফগান সংবাদমাধ্যমের তথ্যমতে, বিমানবন্দর দিয়েই প্রকাশ্যে বিদেশী চরমপন্থী খারেজীদের প্রবেশ ঘটায় পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ও পাক জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আফগান ইমারাত সরকার। আগাম তথ্য দিয়ে করে সতর্ক। বলা হয়, আগাম সতর্ক করার পরও যদি পাকিস্তান ব্যর্থ হয় তবে, চরমপন্থী উদ্যোগে সমর্থন জোগানোদের প্রতি তীব্র প্রতিক্রিয়া দেখাতে পারে আফগানিস্তান।

এছাড়া আফগান সিকিউরিটি এন্ড ক্লিয়ারেন্স কমিশনের বার্ষিক রিপোর্টে উঠে আসে যে, আফগান নিরাপত্তা বাহিনীর সাড়াশি অভিযানে আফগানিস্তানে আইএস খারেজীরা যখন প্রায় বিলুপ্তির পথে, তাদের নেতা ও অনুসারীরা পার্শ্ববর্তী দেশে আশ্রয় কামনা করে। পরবর্তীতে কিছু বহিরাগত শক্তি ও বাহিনী তাদের পুনর্গঠনে সহযোগিতা করে। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার উপজাতিয় দুর্গম এলাকায় প্রশিক্ষণের সুযোগ করে দেয়। গোষ্ঠীটির তত্বাবধান করে।

ঘটনাটি এমন সময়ে ঘটলো যখন পাকিস্তানকে বার বার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা খারেজীদের সহায়তা ও তত্বাবধান থেকে বিরত থাকার আহবান জানিয়ে আসছে তালেবান নেতৃত্বাধীন আফগান ইমারাতে ইসলামিয়ার সরকার। যাদের হামলায় পাকিস্তান ও আফগানিস্তানের বহু নিরপরাধ সাধারণ মানুষ, বড় বড় আলেম-ওলামা ও শীর্ষ নেতারা শহীদ হয়ে আসছেন। সর্বশেষ তালেবান নেতৃত্বাধীন ইমারাত সরকারের শরণার্থী মন্ত্রীর দায়িত্বে থাকা তালেবান শীর্ষ নেতা ও হক্কানী নেটওয়ার্কের প্রধান শায়েখ খলিলুর রহমান হক্কানীও খারেজীদের হামলায় শহীদ হোন। যিনি দেশটিতে সোভিয়েত ও আমেরিকা বিরোধী জিহাদে নেতৃত্ব দেওয়ারও গৌরব অর্জন করেছিলেন।

সূত্র: হুররিয়াত

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img