ফেসবুক কর্তৃপক্ষ সাময়িক নিষিদ্ধ করেছে বিতর্কিত ইসলামবিদ্বেষী লেখিকা তসলিমা নাসরিনকে।
ধারণা করা হচ্ছে, বিদ্বেষী পোস্টের কারণেই তার বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা।
নিষিদ্ধ হওয়া বিষয়ে ফেসবুকের নিয়ম অনুসারে ২৮ দিন তার পোস্ট সবার নিচে থাকবে। ৪৫ ঘণ্টা তিনি কোনো পোস্ট বা মন্তব্য লিখতে পারবেন না। আগামী পাঁচ দিন তিনি কোনো ফেসবুক গ্রুপে যোগ দিতে পারবেন না।
এর আগে গত ১৭ জানুয়ারি তসলিমার আইডিতে ‘রিমেমবারিং’ অর্থাৎ মৃত শব্দ যোগ করে দেয়।
গত নভেম্বরেও একইভাবে ফেসবুক নিষিদ্ধ করেছিল তাকে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা











