রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৯-২০ সেশনের বিদায়ী ব্যাচ আবাবিল কর্তৃক অনুষ্ঠিত হয়েছে তাকওয়ার সাথে আগামীর পথে শীর্ষক ইসলামিক কনফারেন্স। রুয়েটে এমন অনুষ্ঠান এবারই প্রথম।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন রুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. আব্দুর রাজ্জাক।
কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার, লেখক ও গবেষক ডা. শামসুল আরেফীন শক্তি, জাকারিয়া মাসুদ, রুয়েট সেন্ট্রাল মসজিদের খতিব জনাব নাজমুল আলম, মাওলানা আম্মারুল হক, রাজশাহীর জামিয়া ইসলামিয়া নিউ মার্কেট মাদরাসার মুহতামিম মুফতী নূর মোহাম্মদ প্রমুখ।