বুধবার, মার্চ ১২, ২০২৫

উমরাহ পালনের ছবি পোস্ট করায় হিন্দুত্ববাদীদের বিদ্বেষের শিকার হলেন মুহাম্মাদ সিরাজ

ভারতীয় ক্রিকেটার মুহাম্মাদ সিরাজ সম্প্রতি উমরাহ পালনের একটি ছবি শেয়ার করার পর হিন্দুত্ববাদীদের বিদ্বেষের শিকার হয়েছেন।

সিরাজ তার সোশ্যাল মিডিয়ায় কাবার সামনে ইহরাম পরিহিত অবস্থায় “আলহামদুলিল্লাহ” ক্যাপশনসহ একটি ছবি পোস্ট করেন। এরপর হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা তার পোস্টে বিদ্বেষমূলক মন্তব্য করতে শুরু করে।

সিরাজের পোস্টের নিচে কিছু হিন্দুত্ববাদী ব্যক্তি “কাটমুল্লাহ”, “মুল্লা” ইত্যাদি অবমাননাকর শব্দ ব্যবহার করেছে। অনেকেই তার পোস্টে “জয় শ্রী রাম” স্লোগান দিয়েছে।

একজন ব্যবহারকারী সাই তেজা সিরাজের পোস্টে মন্তব্য করে লিখেছেন, “জয় শ্রী রাম মুল্লে।” অন্য একজন লিখেছেন, “জয় শ্রী মহাকাল, ও মহাকালের পূজা করছে।”

এটি প্রথমবার নয়, এর আগেও মুহাম্মাদ সিরাজ হিন্দুত্ববাদীদের বিদ্বেষের শিকার হয়েছেন।

২০২৩ সালের মে মাসে, সিরাজ ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে “All Eyes on Rafah” পোস্ট করেছিলেন। এরপর হিন্দুত্ববাদীরা তাকে “হামাস সমর্থক” ও “সন্ত্রাসী” বলে আক্রমণ করে। বাধ্য হয়ে তিনি পোস্টটি মুছে ফেলেন।

ভারত যখন আইসিসি বিশ্বকাপ জিতেছিল, তখন সিরাজ একটি পোস্টে আল্লাহর শুকরিয়া আদায় করেন।
হিন্দুত্ববাদীরা তাকে আক্রমণ করে বলে, “যদি আল্লাহ সব করতেন, তাহলে পাকিস্তান বিশ্বকাপ জিততো, ভারত নয়।”

মুহাম্মাদ সিরাজ একমাত্র ক্রিকেটার নন, অন্যান্য মুসলিম ক্রিকেটাররাও অনলাইনে বিদ্বেষের শিকার হয়েছেন।ভারতীয় ক্রিকেটার মুহাম্মাদ শামি আগেও “খালিস্তানি” এবং “পাকিস্তানি এজেন্ট” বলে হিন্দুত্ববাদীদের আক্রমণের মুখে পড়েছিলেন। এখনও ভারতের মুসলিম ক্রীড়াবিদরা নিজেদের ধর্মীয় চর্চার কারণে অনলাইনে বিদ্বেষ ও হয়রানির শিকার হচ্ছেন।

সূত্র : সিয়াসাত ডেইলি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img