পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয় দেশের সকল মসজিদে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্দেশনায় বলা হয়েছে, তারাবিসহ অন্যান্য নামাজের সময় মুসল্লি ও ইমামদের ভিডিও ধারণ বা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি সরাসরি সম্প্রচার বা অন্য কোনো মাধ্যমে এসব নামাজের ভিডিও প্রকাশও বন্ধ থাকবে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, ইমাম ও খতিবদের অবশ্যই এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। মসজিদের পরিবেশ ও পবিত্রতা রক্ষায় মুসল্লিদেরও ধর্মীয় শিষ্টাচার অনুসরণ করতে হবে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে, মসজিদের পবিত্রতা রক্ষা করা এবং শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ইবাদতের পরিবেশ নিশ্চিত করা।
এ প্রসঙ্গে হারামাইন শরিফাইনের ধর্মীয় বিষয়ক প্রধান শাইখ ড. আব্দুর রহমান আল সুদাইস বলেন, রমজান উপলক্ষে আমরা মুসল্লি ও ওমরাহ পালনকারীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করব। এবার রমজানে হারামাইন শরিফাইনের ব্যবস্থাপনা ও সেবা আরও ডিজিটালাইজেশন করা হবে। এতে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে ইবাদতের অভিজ্ঞতা আরও সুন্দর হবে।
সূত্র: গালফ নিউজ