ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় পোলিও টিকা ঢুকতে দিচ্ছে না ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। যার ফলে ঝুঁকিতে পড়েছে গাজার ৬ লাখেরও বেশি শিশু।
মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, গাজ্জায় ইসরাইল পোলিও টিকা প্রবেশ করতে না দেওয়ায় ৬ লাখেরও বেশি ফিলিস্তিনি শিশু ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, টিকা ঢুকতে না দেওয়ার কারণে পোলিও প্রতিরোধে শুরু হওয়া চতুর্থ পর্যায়ের ক্যাম্পেইন বন্ধ হয়ে গেছে। টিকা সরবরাহ অব্যাহত না থাকলে ৬ লাখ ২ হাজারের বেশি শিশু আজীবনের জন্য পক্ষাঘাতগ্রস্ত বা স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়তে পারে।
মন্ত্রণালয় আরও জানায়, গাজ্জার শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে নজিরবিহীন ও ভয়াবহ, কারণ সেখানে যথাযথ পুষ্টি ও নিরাপদ খাবার পানির পুরোপুরি অভাব রয়েছে।
আনাদোলু বলছে, ২০২৪ সালের আগস্টে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় ১০ মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও শনাক্ত করে, যা ছিল ওই অঞ্চলে প্রথম পোলিও সংক্রমণের ঘটনা। এরপর থেকেই ইসরাইলের গাজ্জা আগ্রাসনের মধ্যেই টিকাদান কার্যক্রম চালানো হয়।
তিনটি ধাপে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। প্রথম ধাপে ৫ লাখ ৬০ হাজারের বেশি শিশু টিকা পায়। দ্বিতীয় ধাপে ১০ বছরের নিচের ৫ লাখ ৫৬ হাজার ৭৭৪ শিশু এবং তৃতীয় ধাপে আরও ৫ লাখ ৯০ হাজার শিশুকে টিকাদান করা হয়।
জাতিসংঘ বলছে, পূর্ণ সুরক্ষার জন্য গাজ্জার শিশুদের অন্তত দুটি মৌখিক পোলিও টিকা গ্রহণ করা প্রয়োজন।