শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

হেফাজত নেতাদের মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেয়া হচ্ছে; জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে হাসিনা সরকারের আমলে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি আজ (২৩ এপ্রিল) নিজের ফেসবুক স্ট্যাটাসে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, ‘ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে বহুরকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যে মামলা প্রদান। কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। উনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানীমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

কারাগারে আটক ব্লগার শফিউর রহমান ফারাবির মুক্তির বিষয় আইন উপদেষ্টা বলেন, ‘উনারা ফারাবীর বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা এটর্নী জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য। দোয়া করবেন, সকল মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।’

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img