শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

কাজাখস্তানের সাথে ১৪০ মিলিয়ন ডলারের ২০ টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আফগানিস্তান

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের মধ্যে ২০ টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যার মূল্য ১৪০ মিলিয়ন ডলারেরও বেশি।

রবিবার (২১ এপ্রিল) ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে ২০টি সহযোগিতা চুক্তি হয়েছে। এর মধ্যে তিনটি বাণিজ্য চেম্বার ও
বাকি ১৭টি বাণিজ্য খাতে হয়েছে।”

আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরউদ্দিন আজিজি জানিয়েছেন, দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উপস্থিতিতে এই বৈঠক ছিল অত্যন্ত কার্যকরী।

তিনি আরো বলেন, এই সমঝোতা স্মারকসমূহ উভয় দেশের পরিবহন খাতের জন্য উপকারী হবে।

আজিজি জোর দিয়ে বলেন, পরিবহনের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে এবং মূল লক্ষ্য হলো দুই দেশের ভূখণ্ডে যানবাহনের চলাচল নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া।

সূত্র: এভিএ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img