আমেরিকায় তুর্কি সাংস্কৃতিক কেন্দ্র ও দূতাবাস ভবনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এরদোগান। সম্প্রতি আমেরিকার নিউইয়র্কে তুর্কি সাংস্কৃতিক কেন্দ্র ও দূতাবাস ভবনে ভাঙচুর করা হয়।
প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, রবিবার (২১ মে) গভীর রাতে এক যুবক একটি লোহা দিয়ে ভবনটির নীচ তলার গ্লাস ভাঙচুর করছে।
জানা যায়, অন্যান্য দেশের মতো আমেরিকাতেও প্রবাসীদের ভোটগ্রহণের ব্যবস্থা করেছিলো তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কমিশন। ২৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্ধারণী ২য় রাউন্ডের আনুষ্ঠানিকতাও শুরু হয়েছিলো বাইডেনের দেশে। এক্ষেত্রে মূলকেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছিলো নিউইয়র্কে অবস্থিত সেই তুর্কি ভবনটিকে যেখানে তুর্কি সাংস্কৃতিক কেন্দ্র ও তুর্কি দূতাবাসের অফিস রয়েছে। নিয়ম অনুযায়ী শনিবার (২০ মে) তুর্কি প্রবাসীদের অনেকেই ওই ভবনটিতে গিয়ে তাদের পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিয়ে এসেছিলেন।
এই ঘটনায় পুরো একদিন চলে যাওয়ার পরেও আমেরিকার পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বেজায় চটেছেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী জোটপ্রধান ও নতুন মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার অপেক্ষায় থাকা রজব তাইয়েব এরদোগান।
সোমবার (২২ মে) তিনি বলেন, অতিদ্রুত তুর্কি ভবনে হামলাকারীকে শাস্তির ব্যবস্থা করুন। তাকে সনাক্ত করুন। তোমরা নিজেদের গণতন্ত্রের ধারক বাহক বলে থাকো অথচ এখনো অপরাধীকে সনাক্ত করতে পারোনি! এটা অনেক আশ্চর্যের!
সূত্র: আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড











