শুক্রবার, মে ২৩, ২০২৫

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খেলাফত মজলিসের জরুরি বৈঠক

spot_imgspot_img

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে খেলাফত মজলিসের রাজনৈতিক কমিটি।

বৃহস্পতিবার (২২ মে) রাতে দলের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বলা হয়, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার স্বার্থে অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার স্বার্থে বিভিন্ন দল ও পক্ষের মধ্যে পারস্পরিক বিভেদ পরিহার করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এতে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, আমিনুর রহমান ফিরোজ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img