ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রক্ত শুধুমাত্র ক্যামেরার সামনেই গরম হয় বলে মন্তব্য করেছেন দেশটির লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী।
তিনি বলেন, শুধুমাত্র ক্যামেরার সামনেই বড় বড় বুলি আওড়ান মোদি। একমাত্র ক্যামেরার সমানেই প্রধানমন্ত্রী মোদির রক্ত গরম হয়।
বৃহস্পতিবার (২২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এসব কথা বলেন তিনি।
রাহুল গান্ধী বলেন, মোদিজি, ফাঁকা বক্তৃতা দেওয়া বন্ধ করুন। শুধু বলুন, সন্ত্রাসবাদ সম্পর্কে পাকিস্তানের বক্তব্য কেন আপনি বিশ্বাস করলেন? ট্রাম্পের কাছে মাথা নত করে কেন ভারতের স্বার্থ বিসর্জন দিলেন? কেন কেবল ক্যামেরার সামনেই আপনার রক্ত টগবগ করে? আপনি ভারতের সম্মানের সাথে আপস করেছেন!
উল্লেখ্য, পাক-ভারত যুদ্ধবিরতির পর কিস্তানের সীমান্তের কাছেই রাজস্থানের বিকানেরের সভা থেকে মোদি বলেছিলেন, রক্ত নয়, তার শিরায় টগবগ করে ফুটছে সিঁদুর। সেখানে তিনি দাবি করেন ভারতের দখলকৃত কাশ্মীরে কথিত বন্দুকধারীর হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে ভারত। এরপরেই প্রধানমন্ত্রী মোদিকে ফের খোঁচা দিয়ে রাহুল গান্ধী এসব কথা বলেন।
রাহুলের মতো প্রায় একই ভাষায় মোদিকে কটাক্ষ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, প্রধানমন্ত্রী মোদি শুধুমাত্র সিনেমার এবং ফিল্মি কায়দায় ফাঁকা বুলি দেন।









