বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই : আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, যে আইনে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে সে আইনে তাকে বিদেশে পাঠানোর সুযোগ নেই।

আজ রোববার (২৩ জুন) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী আরও জানান, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে নতুন করে কোনো আবেদন আসেনি।

উল্লেখ্য, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে খালেদা জিয়াকে অ্যম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img