ভারতে রেলের জমির উপর থাকার অভিযোগে দুটি ঐতিহাসিক মসজিদ আগামী ১৫ দিনের মধ্যে ভেঙে ফেলার আদেশ দিয়েছে প্রশাসন।
এ মসজিদ দুইটি ভারতের রাজধানী দিল্লির উত্তর রেলওয়ে প্রশাসনের অধীনস্থ এলাকায় অবস্থিত। মসজিদ দুইটির মধ্যে একটির নাম ‘বাংলা মার্কেট মসজিদ’ ও অপরটির নাম ‘তাকিয়া বাবর শাহ মসজিদ।’
প্রশাসন থেকে জারি করা এক নির্দেশে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে এই এই মসজিদ দুটি অপসারণ না করলে তা রেলওয়ে প্রশাসন কর্তৃক ভেঙে ফেলা হবে।
তবে উভয় মসজিদ কমিটির দাবি, এ মসজিদ দুটি কয়েক শত বছর আগে নির্মিত হয়েছে যা ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে।
তাকিয়া বাবর শাহ মসজিদের সেক্রেটারি আবদুল গাফফারের মতে, এই মসজিদটি প্রায় ৪০০ বছর আগে নির্মাণ করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, এই মসজিদ গুলো যেহেতু রেলওয়ের অন্তর্ভুক্ত জমির উপর নির্মিত সেহেতু তা অবৈধ দখল হিসাবে বিবেচিত হবে।
এদিকে, ভারতের উত্তর-পূর্বে অবস্থিত আসাম রাজ্যে ভয়াবহ বন্যার ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে পক্ষপাত মূলক আচরণের অভিযোগ উঠেছে। যার ফলে মুসলিম সম্প্রদায়ের চিকিৎসার বিষয়ে উদ্বেগ দেখা দিচ্ছে।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে নির্বাচিত আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ইতিমধ্যে কয়েকটি মুসলিম বিরোধী ও বৈষম্যমূলক বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হয়েছে। যার ফলে বন্যায় কবলিত সেখানকার মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা জনিত উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।
এছাড়াও গত সোমবার, বন্যায় কবলিত বাসিন্দাদের সাথে বন বিভাগের কর্মকর্তাদের মধ্যে একটি সংঘর্ষ দেখা দেয়। যে সংঘর্ষে রহিমা খাতুন নামে এক মুসলিম নারী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। এ সময় আরো তিনজন আহত হন।
সূত্র: মুসলিম মিরর ও দি অবজারভার পোস্ট











