মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

মাওলানা মুখতার আহমদ রহ. এর ইন্তেকালে নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের শোক

spot_imgspot_img

ইনসাফ | মাহবুবুল মান্নান


কক্সবাজারের জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর প্রতিষ্ঠাতা মুহতামীম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুখতার আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে পার্টি ও ইসলামী ছাত্রসমাজের নেতৃবৃন্দ।

সোমবার (২৩ আগষ্ট) দুপুর ২ টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।

মাওলানা মুখতার আহমদ রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা আমীর মাওলানা সালামতুল্লাহ, নায়েবে আমীর মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুখতার আহমদ রহ. ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক আলেমেদ্বীন। সুদীর্ঘ সময় ধরে তিনি জেলার বৃহৎ দ্বীনি শিক্ষাকেন্দ্র জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর মুহতামীম হিসেবে জান-মাল দিয়ে ইসলামী শিক্ষা বিস্তারে নিবেদিত ছিলেন। পুরোটা জীবন ইলমে নববীর দরস-তাদরীসে কাটিয়েছেন তিনি। এছাড়াও ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার জেলার সভাপতিসহ নানা গুরুত্বপূর্ণ দ্বীনি দায়িত্বে নিষ্ঠাপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, মাওলানা মুখতার আহমদ রহ. কুরআন-সুন্নাহর শাশ্বত পয়গাম ছড়িয়ে দিতে যে অনন্য অবদান রেখে গিয়েছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। বহু আলেম-ওলামার উস্তাদ এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা একজন অভিভাবককে চিরতরে হারালাম। আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img