বুধবার | ১৬ জুলাই | ২০২৫

২১ আগস্টের হামলা মামলার রায় দ্রুত কার্যকর করা হবে: হানিফ

spot_imgspot_img

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা মামলার রায় খুব দ্রুত কার্যকর করা হবে।

তিনি বলেন, শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর মেহেরবানিতে তিনি বারবারই নতুন জীবন পান। এখন সময় এসেছে রায় কার্যকর করার।

সোমবার (২৩ আগস্ট) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গণঅভ্যুত্থান ঘটিয়ে সরকারের পতন ঘটানো হবে- মির্জা ফখরুলের এ বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, কিসের গণঅভ্যুত্থান? যারা পাকিস্তানের এজেন্ট। যারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে হত্যার পেছনে জড়িত। যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার না করে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করে।

তিনি আরও বলেন, ১৫ আগস্ট, ১৭ আগস্ট ও ২১ আগস্টের মতো আর কোনো নারকীয় ঘটনা বাংলার মাটিতে জন্ম দেওয়া হবে না। যদি এ ধরনের ঘটনার চিন্তা করা হয় ও সাহস দেখানো হয়, তাহলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তা শক্ত হাতে প্রতিহত করবে। মনে রাখবেন এটা ১৯৭৫ সাল নয়, এটা ২০২১ সাল।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img