রবিবার | ২৯ জুন | ২০২৫

ভারতে আবারো মহানবী সা.-কে নিয়ে কটূক্তি; গ্রেপ্তার বিজেপি বিধায়ক

spot_imgspot_img

মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আবারো কটূক্তি করলো ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আরেক নেতা। এই ঘটনায় তেলেঙ্গানা রাজ্যের বিজেপি বিধায়ক টি. রাজা সিংকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার) পুলিশ তাকে গ্রেফতার করে।

তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি. রাজা সিংয়ের করা কটূক্তি প্রকাশ্যে আসার পরে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে সে রাজ্যের মুসলিমরা।

গতকাল (সোমবার) সন্ধ্যা থেকে তার মন্তব্যের প্রতিবাদে হায়দরাবাদে বিক্ষোভ চলছে। স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির বিরুদ্ধে জারি করা বিবৃতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করে টি. রাজা সিং।

হায়দারাবাদ দক্ষিণ অঞ্চলের ডিসিপি পি সাই চৈতন্য বলেন, বিধায়ক রাজা সিংয়ের বিরুদ্ধে মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

বিজেপির ওই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল রাতে দক্ষিণ জোন ডিসিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করা হয়েছে। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হায়দরাবাদে সড়কে নেমে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন বিপুল সংখ্যক জনতা। দবিরপুরা, ভবানী নগর, রেইনবাজার, মীর চক থানার বাইরেও বহু মানুষ প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়ে তাকে গ্রেফতারের দাবি জানান। ক্ষুব্ধ মানুষজন বলেন, তিনি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। অবশেষে আজ সকালে তাকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়।

এর আগে সম্প্রতি বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় দেশে ও বিদেশে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন মুসলিমরা। বিজেপি তাকে দল থেকে সাসপেন্ড করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। সেই ঘটনার জের না মিটতেই এবার ফের মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করলেন বিজেপি বিধায়ক টি. রাজা সিং।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img