মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর | ২০২৫

নিউইয়র্কে হামলা নিয়ে অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ

নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ মঙ্গলবর (২৩ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দুঃখ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিউইয়র্কে এ হামলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ সমর্থক ও সহযোগীদের দ্বারা সংঘটিত হয়েছে। এ ঘটনাকে বাংলাদেশের অতীতের সহিংস রাজনৈতিক সংস্কৃতির এক বেদনাদায়ক স্মারক হিসেবে উল্লেখ করেছে। তবে এই ধ্বংসাত্মক রাজনৈতিক উত্তরাধিকার থেকে দেশকে মুক্ত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সফরকালে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে শুরুতে ভিভিআইপি গেট দিয়ে নিরাপত্তা বেষ্টিত পরিবহনে ওঠানো হলেও হঠাৎ ভিসাজনিত জটিলতার কারণে বিকল্প পথে বের হতে বাধ্য হন তারা। উচ্চপর্যায়ে ভিভিআইপি সুবিধা অব্যাহত রাখার অনুরোধ করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ সেটি নাকচ করে দেয়, যার ফলে নেতৃবৃন্দ ঝুঁকির মুখে পড়েন।

আরও উল্লেখ করা হয়, ঘটনার পরপরই বাংলাদেশ মিশন নিউইয়র্ক পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়।

এ ঘটনার পর থেকে প্রধান উপদেষ্টা ও সরকারি প্রতিনিধি দলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আমেরিকার ফেডারেল ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে প্রতিনিধি দলের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে সরকার।

সবশেষে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ-বিদেশে যেকোনো রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কঠোরভাবে প্রতিহত করা হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় অনড় থাকবে বলে পুনর্ব্যক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img