শুক্রবার | ২৪ অক্টোবর | ২০২৫

হিন্দুত্ববাদী ইসকন নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাওলানা মো. ইসহাক খানের সভাপতিত্বে ও মুফতী শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ড. মুফতী এনায়েতুল্লাহ আব্বাসী।

এতে বক্তব্য রাখেন আবু তাসমিয়া আহমদ রফিক, মাওলানা মাহমুদুল হাসান গুনভি, মাওলানা আলতাফ হোসেন, মাওলানা শের মোহাম্মদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইউসুফ আহমদ ও মাওলানা আনিসুর রহমান প্রমুখ।

বক্তারা ইস্কনকে একটি ‘উগ্র হিন্দুত্ববাদী ও সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করে সংগঠনটিকে দ্রুত নিষিদ্ধের দাবি জানান।

ড. আব্বাসী বলেন, “যেভাবে অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ করা হয়েছে, যেভাবে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অন্যায়ের কারণে বিচারের আওতায় আনা হয়েছে, ঠিক সেভাবেই ইস্কনের মতো উগ্র সংগঠনকেও আইনের আওতায় আনতে হবে। তারা এ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, সারাদেশে ব্যাপক আকারে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে ইসলামী নেতৃবৃন্দ ও ইমাম-খতিবদের উপর হামলা চালিয়েছে, এমনকি গাজীপুরে গুমের ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে। তাই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকার যেন এই সন্ত্রাসী সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে।”

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img