শুক্রবার | ২৪ অক্টোবর | ২০২৫

ইসকনের হুমকির পর গাজীপুরে ইমাম অপহরণ; জমিয়তের উদ্বেগ

গাজীপুরে ইমামকে হুমকি ও অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে তারা বলেন, “টঙ্গী থেকে একজন সম্মানিত ইমামকে বারবার হুমকি দেওয়া, এরপর অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে গিয়ে হাত-পা শিকল দিয়ে বেঁধে ফেলে রাখার ঘটনা একটি জঘন্য, অমানবিক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ, যা কোনো সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না।”

নেতারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগের সঙ্গে বলেন, “ইসকনের মতো একটি সংগঠনের বিরুদ্ধে বারবার ধর্মীয় উস্কানি, আলেম সমাজকে অপমান ও নির্যাতনের অভিযোগ উঠছে, অথচ প্রশাসন নীরবতা পালন করে যাচ্ছে।”

বিবৃতিতে তারা আরো বলেন, “ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে এমন বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। যদি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জনমনে ক্ষোভ বাড়বে এবং দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।”

নেতারা অপহরণে জড়িত ইসকন সংশ্লিষ্টদের দ্রুত সনাক্ত ও গ্রেফতার করতে, অপহৃত ইমামের চিকিৎসা নিশ্চিত করতে, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী এসব অপকর্মের জন্য ইসকনের কার্যক্রমের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে এবং দেশের ইমাম-আলেম সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img