শুক্রবার | ২৪ অক্টোবর | ২০২৫

খতমে নবুওয়ত মহাসম্মেলন সফলের লক্ষ্যে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফলের লক্ষ্যে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মানিকগঞ্জ বেউথা কেন্দ্রীয় জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ মানিকগঞ্জ জেলার সভাপতি মুফতী শাহ মুহাম্মদ সাঈদ নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী শামসুল আরেফিন খান সাদীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ মধুপুর পীর।

তিনি বলেন, “বিশ্বের বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, বিশেষ করে পাকিস্তান ১৯৭৪ সালে জাতীয় পরিষদে আইন পাসের মাধ্যমে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেছে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে উলামায়ে কেরাম, তৌহিদি জনতা ও খতমে নবুওয়াতের সৈনিকরা এই দাবিতে আন্দোলন করে আসছেন।”

এতে আরো বক্তব্য রাখেন, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী, খতমে নবুওয়ত আন্দোলন পরিষদের আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা দ্বীন মোহাম্মদ পীর সাহেব জায়গীর প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img