মঙ্গলবার | ১৬ ডিসেম্বর | ২০২৫

শিগগিরই যুদ্ধবিরতি কার্যকরের সময় জানানো হবে : কাতার

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, ঠিক কখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে তা শিগগিরই জানানো হবে।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, গাজ্জা উপত্যকায় অস্থায়ী মানবিক যুদ্ধবিরতি চুক্তির শর্ত হচ্ছে বন্দী বিনিময়। যুদ্ধবিরতি বাস্তবায়নের খুঁটিনাটি বিষয়াদি নিয়ে ইতিবাচক আলোচনা চলমান রয়েছে।

এ বিষয়ে হামাসের রাজনৈতিক প্রধানের উপদেষ্টা তাহির আল-নুনু বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের গ্যারান্টার হচ্ছে কাতার ও আমেরিকা। যেসব বন্দী বিনিময় হবে তাদের তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে।

গতকাল ইসরাইলের পক্ষ থেকে ৩০০ জন ফিলিস্তিনি বন্দীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। চার দিনের যুদ্ধবিরতির সময় এই তালিকার ১৫০ জনকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img