সোমবার | ১৯ জানুয়ারি | ২০২৬
spot_img

সিলেট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল ভারতীয় খাসিয়ারা

সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে জামাল উদ্দিন নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা।

শনিবার (২২ নভেম্বর) রাতে লোভাছড়া সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা (বাংলাটিলা) গ্রামের মৃত মকরম আলীর ছেলে। কাজের সন্ধানে শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরেননি। পরে বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ রবিবার (২৩ নভেম্বর) সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসব তথ্য নিশ্চিত করেন কানাইঘাট থানার উপপুলিশ পরিদর্শক দূর্গা কুমার। তিনি জানান, শনিবার রাতে লোভাছড়া সীমান্তে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ভোর ৪টায় কানাইঘাট থানায় নিয়ে আসে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ